Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

 

১। প্রাণি হাস্পাতালে বিনামূল্যে চিকিৎসা সার্বক্ষণিক সেবা প্রদান ও রোগ প্রতিরোধ ব্যবস্থা বিষয়ক পরামর্শ প্রদান করা হয়

২। ঊপজেলা প্রাণি সম্পদ দপ্তর থেকে সরকারি নির্ধারিত মূল্য প্রদান সাপেক্ষে গবাদি প্রাণি ও হাঁস-মুরগির টিকা সংগ্রহ ও প্রদান করা যায়। টিকা প্রদানের জন্য ইউনিয়নে কর্মরত ভিএফএ এর সাথে যোগাযোগ করতে হবে অথবা প্রাণি হাসপাতাল এ প্রতি সপ্তাহের রবি ও বৃহঃ বার সকাল ৮.০০ থেকে ১১.০০ পর্যন্ত টিকা প্রদান সেবা গ্রহন করা যাবে।

৩। খামারিগণকে খামার স্থাপন ও ব্যবস্থাপনার প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

খামার রেজিস্ট্রেশন এর জন্য নির্দিষ্ট আবেদন ফর্ম পূরণ ও এর সাথে রেজিস্ট্রেশন ফি প্রদান এর চালান রশিদ জমা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জমা দিতে হবে। আবেদনকারি ফার্ম এর প্রদত্ত তথ্য যাচাই করে উপজেলা কমিটির সুপারিশক্রমে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ে রেজিস্ট্রেশন এর জন্য প্রেরণ করবেন।

৪। সরকারি ও বিভিন্ন প্রকল্পের বিধি ও নির্দেশনা মোতাবেক প্রশিক্ষণ প্রদান করা হয়

৫। বিভিন্ন প্যাকেজ এর আওতায় ঋণ সুবিধা প্রদান করা হয়