Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ম্যানুয়েল পদ্ধতিতে মাংস বা মাংসজাত পণ্য উৎপাদনের সাথে জড়িত প্রতিষ্ঠানের ক্যাটেগরি-ভিত্তিক লাইসেন্স গ্রহণ/নবায়নের জন্য প্রয়োজনীয় সংযুক্তিসহকারে নিয়মকানুন
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাণিসম্পদ অধিদপ্তর

মাংস বিক্রয় স্থাপনার লাইসেন্স প্রাপ্তি

  • প্রাপ্ত/সংগৃহীত আবেদন ফরম সঠিকভাবে পূরণ করে নিতে হবে।
  • আবেদনের শেষে আবেদনকারীর স্বাক্ষরের স্থানে স্বাক্ষর ও তারিখ প্রদান করতে হবে।
  • আবেদনের সাথে প্রয়োজনীয় প্রামানিক কাগজপত্র সংযুক্ত করে স্থানীয় ‘উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল’-এ জমা দিতে হবে।
  • প্রয়োজনীয় প্রামাণিক কাগজপত্রের সত্যায়িত অনুলিপি (প্রতিটির ০৩ টি অনুলিপি):

১) পাসপোর্ট সাইজ ছবি (সত্যায়িত)

২) ট্রেড লাইসেন্স (সত্যায়িত অনুলিপি)

৩) জাতীয়তা সনদ (সত্যায়িত অনুলিপি)

৪) আয়করের প্রত্যায়ন পত্র (সত্যায়িত অনুলিপি)

৫) মূল্য সংযোজন কর বা মূসক সনদ (সত্যায়িত অনুলিপি)

৬) ট্রেড লাইসেন্স (সত্যায়িত অনুলিপি)

৭) জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট কার্ড (সত্যায়িত অনুলিপি)

৮) নবায়নের ক্ষেত্রে – পূর্ববর্তী লাইসেন্স (সত্যায়িত অনুলিপি)

৯) আবেদন ও লাইসেন্স ফি জমাদানের চালানের মূলকপি (এবং ২ সেট সত্যায়িত অনুলিপি)

  • এছাড়া জমাকৃত আবেদনের সাথে অতিরিক্ত ০২ (দুই) কপি উক্ত আবেদনের অনুলিপি জমা প্রদান করতে হবে।
  • চালানের মাধ্যমে বিবিধ ফি ও ভ্যাট সরকারি কোষাগারে জমাদানের কোড:

(১)           আবেদন ফি, লাইসেন্স ফি, নবায়ন ফি কিংবা আপিল ফি জমাদানের কোড  ----- 1 4 4 0 4 0 1 1 2 3 7 5 4 – 1 4 2 2 1 9 9

(২)           ফি-এর অতিরিক্ত ১৫% ভ্যাট জমাদানের কোড (শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়ার জন্য) ----- 1 1 1 0 2 0 4 1 0 2 0 1 5 – ১ ১ ৪ ১ ১ ০ ১