Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
তাপ প্রবাহে করণীয় প্রসংঙ্গে
বিস্তারিত

তীব্র তাপপ্রবাহে প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় করনীয় প্রসঙ্গে।


প্রাণিসম্পদ সেক্টরে জড়িত সকল খামারি ভাই-বোনদের উদ্দেশ্যে বিশেষ সতর্কতা হিসেবে জানানো যাচ্ছে যে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী দিনগুলোতে তীব্র তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে। এ ধরণের আবহাওয়ায় গবাদিপশু ও হাঁস-মুরগী তাপপ্রবাহজনিত পীড়নে আক্রান্ত হতে পারে। এমতাবস্থায় গবাদি পশু ও হাঁস-মুরগী পালনকারী। খামারীগণকে তাপপ্রবাহজনিত পীড়ন প্রতিরোধে নিম্নবর্ণিত আবশ্যকীয় করণীয়সমূহ পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।


১. গবাদিপশু/ পোল্ট্রির ঘর বা শেড শীতল রাখার ব্যবস্থা করতে হবে। এজন্য শেডের চালে ভেজা চট/বস্তা/কাপড় বিছিয়ে দেয়া যেতে পারে এবং কিছু সময় পরপর তাতে পানি ছিটিয়ে ভিজিয়ে দিতে হবে। শেডের ভিতরেও ভেজা চট/বস্তা/কাপড় বুলিয়ে রাখলে ঘরের ভিতরের তাপমাত্রা শীতল রাখতে সাহায্য করবে।


২. শেডের উপরে সরাসরি সূর্যের তাপ প্রতিরোধে খড়ের স্তর/রঙিন (কালো বা স্বচ্ছ নয়) পলিথিন সামিয়ানার মত করে দেয়া যেতে পারে।


৩. শেডের ভিতরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা করতে হবেএবং প্রয়োজনে ফ্যান/ একজস্ট ফ্যান ব্যবহার করতে হবে।


৪. তীব্র তাপ প্রবাহের সময় গবাদিপশুকে আবদ্ধ ঘরে বা খোলা মাঠে না রেখে গাছের ছায়াযুক্ত স্থানে রাখার ব্যবস্থা করতে হবে।


৫. পর্যাপ্ত, বিশুদ্ধ ও ঠান্ডা পানি সরবরহের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পানির সাথে পরিমানমত ইলেক্ট্রোলাইট ও ভিটামিন সি মিশিয়ে দেয়া যেতে পারে।


৬. সকালে ও সন্ধায় খাদ্য প্রদান করতে হবে এবং উচ্চ শক্তি/প্রোটিনযুক্ত খাদ্য পরিহার করতে হবে।


৭. গবাদিপশুকে একাধিকবার গোসল করানো/ পাইপের সাহায্যে শরীর ভিজিয়ে দিতে হবে।


৮. প্রতি ইউনিট জায়গায় গবাদিপশু ও হাঁস-মুরগির সংখ্যা কমিয়ে বেশি জায়গা নিশ্চিত করতে হবে যাতে গাদাগাদি কম হয় এবং স্বস্তিতে থাকতে পারে।


৯. তীব্র গরমে গবাদিপশু / হাঁস-মুরগীকে টাকা কিংবা কৃমিনাশক প্রদান কর থেকে বিরত থাকতে হবে এবং পরিবহনের প্রয়োজন হলে দিনের অপেক্ষাকৃত শীতল সময়ে পরিবহন করতে হবে।


১০. গবাদিপশু / হাঁস-মুরগীর বিষয়ে যেকোন পরামর্শ এর জন্য নিকটস্থ ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করতে হবে।


১১. প্রানিসম্পদ অধিদপ্তরের National Livestock Advisory System (nals.dls.gov.bd) হতে আবহাওয়ার পূর্বাভাস এবং তাপমাত্রা-আর্দ্রতা সূচক (THI) অনুসরণ করে আগাম প্রস্তুতি নিতে হবে।



প্রচারে: প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ


প্রকাশের তারিখ
17/04/2025
আর্কাইভ তারিখ
31/07/2025